বিয়েতে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য রাজ্য সরকারের । কীভাবে আবেদন Ruposhree prokolpe .

   বর্তমান সময়েও আনেক দরিদ্র পরিবার আছেন, যারা মেয়ের বিয়ে দিতে হিমসিম খাচ্ছেন । তাদের জন্য রাজ্য সরকার এনেছেন "রুপশ্রী" নামক একটি দারুন প্রকল্প। এই রুপশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারন দরিদ্র পরিবার গুলি পাচ্ছেন  ২৫ হাজার টাকার আর্থিক সাহায্য ।

রুপশ্রী প্রকল্প

       তবে এই রুপশ্রী প্রকল্পে বরাদ্দ ২৫ হাজার টাকা পেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। বার্ষিক দেড় লক্ষ্য টাকা আয় করতে না পারা পরিবার গুলি এই রুপশ্রী প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত । 

কিভাবে আবেদন করবেনঃ আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবার গুলিকে মেয়ের বিয়েতে, রুপশ্রী প্রকল্পের আওতায় ২৫ হাজার টাকা পাওয়ার জন্য, অনলাইন বা অফলাইন  মোডে নির্দিষ্ট ফর্ম পুরন করে আবেদন  পত্র জমা করতে হবে ।  তবে   সঠিক সময়ে টাকা পেতে হলে আবেদন কারিকে বিয়ের তারিখের ৩০ থেকে ৬০ দিন আগে 'রুপশ্রী' প্রকল্পের আবেদন জমা করা উচিত । 

  অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে যেতে হবে 'রুপশ্রী' প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে https://wbrupashree.gov.in/admin/Login/ ( ক্লিক বাটান সবার নীচে দেওওা থাকবে)
ruposhree online 2.0

এখানে আসার পর সাইন আপ করে নিতে হবে।  রুপশ্রী প্রকল্পের সঠিক ফর্ম বেছে নিয়ে তাতে আবেদন কারির যাবতীয় তথ্য যেমন নাম,জান্মের তারিখ, বিয়ের তারিখ,পিতা-মাতার নাম,লিখতে হবে। সেই সাঙ্গে দিতে হবে নিজের মোবাইল নাম্বার ও নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। আবেদন পত্রের প্রথম পাতায় আবশ্যই ছবি লাগাতে হবে । সেই সাঙ্গে দিতে হবে কিছু নথি এবং প্রয়জনিয় কাগজপ্ত্র । 

 অনলাইন ছাড়াও রুপশ্রী প্রকল্পের ফর্ম পাওয়া যায় , বিডিও অফিস,  এসডিও অফিস ও কমিশনার অফিসে ।  সেখান থেকে ফর্ম সংগ্রহ করে, যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পুরন করুন এবং প্রয়োজনীয় কাগজ পত্র দিয়ে সেখানেই জমা করুন । 
RUPOSHREE PROKALPA


 রুপশ্রী প্রকল্পে প্রয়োজনীয় প্রমান প্ত্র হিসাবে, আবেদনকারিকে দিতে হবে বার্থ সার্টিফিকেট, ভোটের কার্ড, প্যান কার্ড , আধার কার্ড,। এটা যে প্রথম বিয়ে তার প্রমান হিসাবে একটি ডিক্লিয়ারেশন লিখে জমা দিতে হবে। বিয়ে করার প্রমান হিসাবে দিতে হবে  বিয়ের নিমন্ত্রণের কার্ড বা ম্যারেজ সার্টিফিকেট, সঙ্গে দিতে হবে পাত্র ও পাত্রীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

অনলাইনে আবেদন করার জন্য-------  এখানে ক্লিক করুন

আমাদের সম্পর্কে জানতে------      এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ