সরকারি ব্যাংকে ৩০৩৯ টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ🇮🇳 IBPS new recruitment 2023🤗🤗

      IBPS এর মাধ্যমে দেশের 11টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

IBPS recruitment 2023


     যেখানে ৩০৩৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং ছেলে - মেয়ে উভয় আবেদন করতে পারবে।
         এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য যেমন - শিক্ষাগত যোগ্যতা; বয়স সীমা; মোট শূন্যপদ; বেতন; আবেদন শুরু এবং শেষের তারিখ, সিলেবাস; আবেদন পদ্ধতি; নিয়োগ প্রক্রিয়া; আবেদন ফি প্রভৃতি সমস্ত তথ্য নীচের নিবন্ধের মাধ্যমে পর পর সাজিয়ে আলোচনা করা হল।
         তো তোমরা সমস্ত তথ্যটি সঠিক ভাবে জানার  জন্য নিচের নিবন্ধটি কোথাও স্কিপ না করে সম্পূর্ন পড়ুন।

  বিজ্ঞপ্তি অনুসারে আলোচনার শুরুতেই তোমাদের জানিয়ে দেওয়া হল কোন কোন ১১ টি ব্যাংকে নিয়োগ করা হবে।।


Bank of Baroda Bank of India Bank of Maharashtra
Canara Bank Central Bank of India Indian Bank
Indian Overseas Bank Punjab National Bank Panjab & sind Bank
UCO Bank Union Bank of India

     এর পর তোমাদের সামনে নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তারিখ তুলে ধরা হল।
  • অনলাইনে আবেদন শুরু, এডিট ও মডিফাই করতে পারবেন 01/08/2023 থেকে 21/08/2023 পর্যন্ত।।
  • আবেদন ফি জমা করার সময় 01/08/2023 থেকে 21/08/2023 পর্যন্ত।
  • প্রি এক্সাম ট্রেনিং কল লেটার ডাউনলোড করতে পারবেন September 2023
  • প্রি এক্সাম ট্রেনিং এ কন্ডাক্ট করানো হবে September 2023
  • অনলাইন প্রিলিমিনারী পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন September 2023
  • অনলাইন প্রিলিমিনারী পরীক্ষা হবে September/ October 2023
  • অনলাইন প্রিলিমিনারী পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে October 2023
  • অনলাইন মেইন পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন October/ November 2023
  • অনলাইন মেইন পরীক্ষা হবে November 2023
  • মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে December 2023
  • ইন্টারভউ কল লেটার ডাউনলোড করতে পারবেন January/ February 2024
  • ইন্টারভিউয়ের কন্ডাক্ট করানো হবে January/February 2024
  • এবং শেষে প্রভিশনাল আলোটমেন্ট করা হবে April 2024
এর পর আরো দেখুন

বয়স:- 01/08/23 অনুসারে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 30বছরের মধ্যে।এক্ষেত্রে বলতে হয় sc/st এর প্রার্থীরা 5 বছর, ওবিসি এর প্রার্থীরা 3 বছরের এবং pwd ক্যাটাগরির প্রার্থীদের 10 বছরের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:- 21/08/2023 অনুসারে কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে অথবা সমমানের কোন ডিগ্রি পাস করতে হবে।

আবেদন ফি:- এখানে আবেদন ফি শুধুমাত্র অনলাইনেই জমা করতে পারবে প্রার্থীরা। আবেদন ফি জমা করার শেষ তারিখ 21/08/2023. আবেদন ফি হিসেবে sc/st/pwd প্রার্থীদের জমা করতে হবে 175 টাকা এবং বাকিদের জমা করতে হবে 850 টাকা। 
শূন্যপদ:- নীচে বিভিন্ন ব্যাংক অনুসারে শূন্যপদের সংখ্যা বলা হল।


Bank Name Vacancy
Bank of Baroda NR
Bank of India 224
Bank of Maharashtra NR
Canara Bank 500
Central Bank of India 2000
Indian Bank NR
Indian Overseas Bank NR
Punjab National Bank 200
Punjab & Sind Bank 125
UCO Bank NR

    যেগুলো ব্যাংকে শূন্যপদ বলা হয়নি সেগুলোতে পরবর্তীতে তারা জানিয়ে দেবে।

  এবার তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক অ্যাটাচ  করে দেওয়া হল।

Official notice Download here
Official website Click here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ