বং update এর পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার। চাকরি প্রার্থীদের জন্য আবারও নিয়োগ সংক্রান্ত আবারও একটি খুশির খবর নিয়ে উপস্থিত বং update
হ্যাঁ পাঠক গণ, ssc- এর মাধ্যমে ৫ কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, যেমন এখানে কোন কোন বাহিনীতে কত শূন্যপদ রয়েছে, এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কি চাওয়া হয়েছে, এছাড়া নিয়োগ পদ্ধতি কি আছে, পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি ইভেন্ট রয়েছে, এছাড়াও শারীরিক মাপযোগ কি চাওয়া হয়েছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে, সেই সঙ্গে আপনাদের পরীক্ষার ফি কত দিতে হবে প্রভৃতি সমস্ত কিছু পর পর সাজিয়ে আলোচনা করবো। তাই সমস্ত তথ্য জানার জন্য নীচের নিবন্ধটি শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু হয়েছে | 22/07/23 |
আবেদন করার শেষ তারিখ | 15/08/23 |
ভুল আবেদন পত্র ঠিক | 16/08/23 to 17/08/23 |
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সূচি | October 2023 |
বেতন
- CAPF-তে সাব-ইন্সপেক্টর (GD): পদটিতে লেভেল-6-এর বেতন স্কেল রয়েছে (Rs.35,400-Rs.1,12,400/-) এবং গ্রুপ 'বি' (নন-গেজেটেড) হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, অ-মন্ত্রণালয়।
- সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ) - দিল্লি পুলিশে (পুরুষ/মহিলা): পদ লেভেল-6 (Rs.35,400-Rs.1,12,400/-) বেতন স্কেল বহন করে এবং শ্রেণীবদ্ধ করা হয় দিল্লি পুলিশের গ্রুপ ‘সি’।
শূন্যপদ
Sub-Inspector (Exe.) in Delhi Police-Male
Details | UR | OBC | SC | ST | EWS | TOTAL |
Open | 39 | 21 | 12 | 06 | 10 | 88 |
Ex- service man(ESM) | 03 | 02 | 01 | 01 | 00 | 07 |
Ex-servicemen special catagory | 02 | 01 | 00 | 00 | 00 | 03 |
Departmental candidates | 04 | 03 | 01 | 02 | 01 | 11 |
Total | 48 | 27 | 14 | 09 | 11 | 109 |
Sub-Inspector (Exe.) in Delhi Police-Female
Details | UR | OBC | SC | ST | EWS | TOTAL |
Total | 24 | 13 | 07 | 04 | 05 | 53 |
Sub-Inspector (GD) in CAPFs
বয়স গণনার জন্য গুরুত্বপূর্ণ তারিখটি 01.08.2023 হিসাবে স্থির করা হয়েছে 14.07.1988 তারিখের DoP&T OM No. 14017/70/87-Estt.(RR) এর বিধান। বয়স সীমা পদের জন্য 20-25 বছর; অর্থাৎ প্রার্থীকে অবশ্যই তার আগে জন্মগ্রহণ করতে হবে 02.08.1998 এবং 01.08.2003 এর পরে আবেদন করার যোগ্য হতে হবে।
এছাড়াও sc,St,OBC এবং ex-servicemen দের জন্য বয়সের উপর যে ছাড় দেয়া হয় সেগুলি ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই সকল পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা সমমানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে 15/08/2023 এর মধ্যে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে।
আবেদন মূল্য
UR প্রার্থীদের 100 টাকা আবেদন ফি বাবদ পে করতে হবে। তবে sc,st,মহিলা, এবং pwd প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।
শুধুমাত্র অনলাইন এই আবেদন ফি জমা করা যাবে।bhim, UPI, net banking, visa প্রভৃতি নানা ভাবে জমা করা যাবে।
গুরুত্বপূর্ন লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | ডাউনলোড পিডিএফ |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে টিপুন |
0 মন্তব্যসমূহ